দেবহাটা সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার

0
186

দেবহাটা: প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে স্বার্থন্বেসী একটি মহল। সম্প্রতি ওই ইউনিয়নে জিআর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ বিতরণ নিয়ে কলারোয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রকাশ সহ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আবু বকর গাজি। তিনি বলেন, চলতি বছরে জিআর প্রকল্পের আওতায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে চারটি ধাপে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। যারমধ্যে কয়েকমাস আগে ঈদুল ফিতরের আগমুহুর্তে উপজেলা প্রশাসনের তত্বাবধানে প্রথম বরাদ্দের আড়াই লক্ষ টাকার মালামাল ইউনিয়নের পাঁচশ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। পরবর্তীতে তিনটি ধাপে বরাদ্দকৃত ৩লাখ ৭৫ হাজার টাকার বিপরীতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় মালামাল করোনাকালীন সহায়তা হিসেবে ঈদুল আযহার আগেই ইউনিয়নের আরো সাড়ে ৭ শ অসহায়, দুঃস্থ, করোনাক্রান্ত ও হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ট্যাগ অফিসার, ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রেসক্লাবের সংবাদ কর্মীদের উপস্থিতিতে জিআর’র অর্থে বরাদ্দকৃত এসব সামগ্রী সাধারণ মানুষের মাঝে সুষ্ঠভাবে বন্টন করা হয়। অথচ নির্বাচনী প্রতিপক্ষদের কু-মতলবে সম্প্রতি তাকে নিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।