দিঘলিয়ার লাখওয়াটিতে শিশু তামিম হত্যার মামলা

0
141

দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়ায় শিশু তামিম (৭) হত্যার ঘটনায় মা জাহানারা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি ২নং ওয়ার্ড এর বাসিন্দা তরিকুল মোল্লা’র পুত্র বৃহস্পতিবার সন্ধার পরে পার্শ্ববর্তী মাদ্রাসায় নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়িতে ফিরে যায় না। ঐ রাতে অনেক খোঁজাখুঁজি করে তামিম (৭) কে পাওয়া যায় না পরদিন শুক্রবার স্থানীয় মসজিদের মাইকে হারানো সংবাদ প্রকাশ করা হয়। এক পর্যায় ২৬ শে ফেব্রæয়ারী শুক্রবার বিকাল আনুমানিক ৪টায় তার নিজের বাড়ি থেকে এক প্রায় কিলোমিটার ভিতরে কচুরীপনা পানির একটি বিলের মধ্যে থেকে হাত বাঁধা, মুখের ভেতর লতাপাতা ঢুকানো শিশু তামিমের লাশ এলাকাবাসি দেখতে পায়। দিঘলিয়া থানা পুলিশে খবর দিয়ে তাৎক্ষণিক শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে প্রেরন করে। এ খবর পেয়ে এডিশনাল এসপি মামুন অর রশিদ ও সার্কেল এএসপি রাজু আহমেদ ঘটনাস্থলে পৌঁছে দ্রæত তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ বিষয় মৃতঃ তামিম (৭) এর মা বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা ৩০২,২০১,৩৪ নীতিমালায় দায়ের করে। অজ্ঞাত্য মামলা নং ৯ ২৭/২/২১ স্থানীয় সূএে জানা যায় শিশু তামিম (৭) লাখোহাটি দারুল উলুম মাদ্রাসার শিশু শ্রেনিতে পড়তো। মর্মান্তিক এই হত্যার বিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী জানান সকলে একসাথে মিলে কাজ করছেন। খুব তাড়াতাড়ি হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে। শনিবার ২৭ শে ফেব্রæয়ারী বিকাল ৫ টায় মৃতঃ তামিম এর জানাজা শেষে তাকে দাফন করা হয়।