বিআরটিএ’তে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনে : অতিরিক্ত জেলা প্রশাসক

0
180

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনা বিআরটিএ সকল সেবা পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থাপনা সুনিশ্চিত করার লক্ষে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী রবিবার সকাল ১০ টায় খুলনার বাদামতলায় বিআরটিএ’তে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ২৮ ফেব্র”য়ারী থেকে আগামী ০৪ মার্চ ২০২১ পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ) খুলনা সার্কেল খুলনা বিশেষ সেবা সপ্তাহ পালন করছে। সেবা সপ্তাহে বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, মাটরসাইকেল রেজিষ্টেশন প্রদান, বিএসপিতে ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করছে। বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মহাসিন হোসেন, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, লায়লাতুল মাওয়া, পলিটেকনিক পাওয়ার ডিপার্টমেন্টের প্রধান রঞ্জিত কুমার দাশ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, মটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোঃ সাবরুজ্জামান দুলাল, রাজস্ব কর্মকর্তা আঃ সোবহান গাজী, মেকানিক্যাল অ্যাসিষ্ট্যান্ড মোঃ সাইফুল্লাহ বাহার ও প্রনব চন্দ্র নাগ, হেড কেলার্ক মোঃ মনোয়ার হোসেন, নূরুল ইসলাম, ওয়ালিদুল ইসলাম, মোঃ হারুন , মোঃ আলামিন, মোঃ লিখন শেখ, সীল মেকানিক শেখ আঃ সালাম সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।