দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
657

টাইমস রিপোর্ট :
দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেধাবীদের উৎসাহিত করতে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে তাদের পুরস্কৃত করছে সরকার।

রোববার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীর মেধা অন্বেষণ পুরস্কার-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়তে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে সারাদেশ থেকে ১২ জন মেধাবীসহ ১০৮ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।