দাকোপে র‌্যাবের অভিযানে হরিণের চামড়াসহ গ্রেফতার-১

0
322

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতির সুযোগে সুন্দরবন এলাকায় বন্যপ্রাণী চোরাচালানের বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে ওঠে। এমতাবস্থায় চোরাচালানকারীদের অপতৎপরতা রোধকল্পে র‌্যাবের গোয়েন্দা দল সুন্দরবন এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার সূতারখালী গ্রামের কাঁচারীবাড়ি এলাকা থেকে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের সময় মোঃ ফারুক গাজীকে (৩০) গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১টি অর্ধশুকনো এবং ২টি সদ্য প্রক্রিয়াকৃত চামড়াসহ মোট ৩ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে বেশ কিছুদিন যাবত হরিণের মাংস এবং চামড়া চোরাচালনাকারীদের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এছাড়াও তার নিকট থেকে বন্য প্রাণী চোরাচালান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীকে দাকোপ থানায় হস্তান্তর করত, তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।