শ্রীউলার ভেড়ী বাঁধে মানুষের মানবেতর জীবন যাপন

0
294

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে সুপার সাইক্লোন আম্ফানে পাউবো’র ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষ অসহায় জীবন যাপন করছেন। দিনের পর দিন বসবাসের বিপর্যস্ততা ও খাদ্য সংকটের পাশাপাশি সামাজিকতা বিবর্জিত অবস্থায় চরম বিপত্তিতে রয়েছেন ভেড়ী বাঁধে বসবাসকারীরা। দু’ সপ্তাহ অতিক্রান্ত হলেও ভাঙ্গন কবলিত হাজরাখালী ও মাড়িয়ালা এলাকার মানুষকে বাঁধ নির্মান করে নাকানি চুপানি থেকে রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এলাকার হাজার হাজার মানুষের সহযোগিতায় বাঁধ রক্ষার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। ফলে নদীর পানিতে এলাকা নিমজ্জিত হচ্ছে, ঘরবাড়ি, মৎস্য ঘের, ফসল সবকিছু ভেসে যাচ্ছে। খরস্রোতা খোলপেটুয়া নদীর পানির তান্ডবে জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে মানুষ বাঁধের উপর আশ্রয় নিয়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করে যাচ্ছেন। কখন যে এই বাঁধও নদী গর্ভে বিলীন হয়ে যায় সে দুশ্চিন্তায় মানুষ চিন্তিত হয়ে আছে। প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং ওয়াপদা কর্তৃপক্ষ স্থানীয়দের চেষ্টার উপর ভরসা না করে টেকসই বাঁধ নির্মানে যথাযথ উদ্যোগ নেবেন এ দাবী এলাকার সকলের। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এলাকায় গিয়ে দ্রুততার সাথে টেকসই বাঁধ নির্মানের জন্য জেলা প্রশাসক, মাননীয় এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন।