দাকোপে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
396

নিজস্ব প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় মঙ্গলবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে “আসুন প্লাষ্টিক দূষণ বন্ধ করি, প্লাষ্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সামাজিক বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অফিসার পার্থ প্রিতম দাস।