তুর্কি আগ্রাসন মোকাবেলায় কুর্দিদের সরকারি বাহিনীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানালো সিরিয়া

0
261

খুলনাটাইমস বিদেশ : বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসডিএফ’র যেসব সদস্য সামরিক বাহিনীতে যুক্ত হয়ে দেশ রক্ষার আগ্রহ প্রকাশ করবে তাদেরকে সামরিক বাহিনীতে নিযুক্ত করা হবে। তুরস্ককে কুর্দি গেরিলা এবং সিরিয়ার সরকারি বাহিনীর অভিন্ন শত্রু হিসেবে মন্তব্য করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে। বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা অভিন্ন শত্রুর মোকাবেলা করছি এবং অবশ্যই দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।” চলতি মাসের প্রথম দিকে তুরস্ক সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তার ঠিক আগ মুহূর্তে মার্কিন সরকার এসডিএফ গেরিলাদের একা ফেলে চলে যায়। অথচ, আমেরিকা দীর্ঘদিন ধরে এসডিএফ গেরিলাদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন দিচ্ছিল।