ডুমুরিয়ায় রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

0
158

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতা নারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিআরডিবি মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আকতার রুমার সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্যদেন অপরাজিতা প্রকল্পের জেন্ডার ট্রেনিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা।উপজেলা প্রকল্প সমন্বয়কারী দিপঙ্কর মন্ডলের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, বিএনপি নেতা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,ওয়ার্কাস পার্টি নেতা সেলিম আকতার স্বপন, নারীনেত্রী হাসনা হেনা, শীলা মন্ডল, রশিদা বেগম,আফরোজা খানম মিতা, শাহানুর বেগম প্রমূখ। স্বাগত বক্তব্যে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী অন্তর্ভূক্তি অঙ্গীকার থাকলেও আ’লীগে ১৮, বিএনপিতে ১৩, জাতীয় পার্টিতে ১০, কমিউনিষ্ট পার্টিতে ১৩, জাসদে ১২, ওয়ার্কাস ৭, গণতন্ত্রী পার্টিতে ১৫, ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারীর অংশ গ্রহন রয়েছে, যা দুঃখজনক এমনটি উল্লেখ করে প্রতিটি দলে ৩৩ শতাংশ নারীর অংশ গ্রহন, নারী কর্মীর মনোনয়ন, দলের নির্বাহী কমিটিতে সম্পৃক্ত, নির্বাচনে প্রতিটি পদে নারী অংশ গ্রহন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।