ডুমুরিয়ায় ভূয়া পুলিশ ইন্সপেক্টর আটক

0
238

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় মাসুদ হাছান নামের এক ভূয়া পুলিশ ইন্সপেক্টরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ভেরিফিকেশন’র নামে টাকা নিতে এসে উপজেলার চুকনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত মাসুদ হাছান (৪২) যশোর জেলার জেলরোড ঘোপ এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে। স্থানীয় জনতা সূত্রে জানা যায়, উপজেলার চুকনগর এলাকার ছাকাত আলী খাঁর ছেলে সবুজ খাঁর সাথে ভূয়া সেনা কর্মকর্তা পরিচয় দানকারী মনিরামপুর থানার মহাদেবপুর গ্রামস্থ কালিপদ পালের ছেলে নিমাই পালের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ৮ লক্ষ টাকার বিনিমিয় সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে সবুজ খাঁর নিকট থেকে অগ্রিম ২ লক্ষ টাকা গ্রহন করা হয়। এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষা ও চাকরীর ইন্টারভিউ’র নামে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে গত ২ আগষ্ট তার হাতে একটি ভূয়া নিয়োগপত্র দেয়া হয় এবং শীঘ্রই পুলিশ ভেরিফিকেশন হবে বলে তাকে অবহিত করে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে খুলনার পুলিশ ইন্সপেক্টর পরিচয় দানকারী ধৃত মাসুদ হাছান ওই পরিবারের নিকট আরও ৫০ হাজার টাকা দাবি করে। তখন তার আচরন সন্দেহ জনক হলে স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় জনতা ঘটনাস্থলে হাজির হয়ে তার ভূয়া পরিচয় সনাক্ত করে পুলিশে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে থানা হাজতে আটক ছিল।