ডুমুরিয়ায় পাউবো ও সরকারি জমি অবৈধ দখলের অভিযোগ

0
336

নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ২৫ নম্বর পোল্ডারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা ও সরকারের খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছেন খানজাহান আলী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ। জমি দখল করে তা নিজের নামে করার জন্য তিনি পায়তারা করছেন বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের এবং সরকারী জমি যেনো নিজের নামে নামজারি করতে না পারে সে জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে অবহিত করে পত্র দিয়েছেন।
পাইবো কর্তৃক জেলা প্রশাসন বরাবরে প্রেরিত পত্র সূত্রে জানা যায়, ২৫ নম্বর পোল্ডারের ঘোনামান্দারডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের আর এস ২০৯৩ নম্বর দাগের দশমিক শূন্য ৯৫০ একর জমি এবং সিএস ৪০২ ও ৪০৪ নম্বর দাগের এবং আর এস ২০৮০ ও ২০৯৫ দাগের সরকারী জমি খানজাহান আলী কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ অবৈধভাবে সীমানা প্রাচীর ও কলেজের যাতায়াতের পথ হিসেবে দখল করে রেখেছেন। এ ব্যাপারে তাকে মৌখিকভাবে বলা হলেও তিনি জমি ছেড়ে দেননি। বর্তমানে আবুল কালাম আজাদ দখল করা জমি নিজের নামে নাম জারি করার জন্য পাঁয়তারা করছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী।