ডুমুরিয়ায় জনবসতি এলাকায় ইটভাটা নির্মাণের অভিযোগ

0
162

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় উপজেলার মাগুরখালী ইউনিয়নে কাঞ্চননগর এলাকায় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বসতবাড়ি সংলগ্ন কৃষি জমিতে ইটভাটা নির্মাণের পায়তারায় মেতে উঠেছে এক প্রভাবশালী মহল।এলাকাবাসির বাধা ্উপেক্ষা করে পাউবো’র ভেড়ীবাঁধ কেটে ইট প্রস্তÍত করছে দেদারছে। উপায়ন্ত না পেয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে এলাকাবাসি। এলাকাবাসি ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা যায়,পার্শ্ববর্তি পাইকগাছা উপজেলার বাতিখালী এলাকার অতীশ কুমার মন্ডল কাঞ্চননগর-চন্ডিপুর গ্রামের ১২ জনের নিকট থেকে ৫.৯০ একর কৃষি জমি মাছ চাষের কথা বলে লীজ গ্রহন করে। কিন্তু ওই জমিতে মাছ চাষ না করে কোন প্রকার অনুমোদন ছাড়াই পাইকগাছার গোপালপুর এলাকার সামছুর রহমানের ছেলে মোহর আলী মোড়ল পাউবো’র ভেড়ীবাঁধের কিছু অংশ কেটে ইট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় সাবেক ইউপি সদস্য অনজন মন্ডল,রঞ্জন সরদার সহ একাধিক এলাকাবাসি জানান,আমাদের কয়েক দফা বাধা অতিক্রম করে জনবসতি কৃষি জমিতে গায়ের জোরে ইট কেটে যাচ্ছে দেদারছে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন,খবর পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উভয়পক্ষকে আগামী ১৭ ফেব্রæয়ারী হাজির হতে নোটিশ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।