রাজধানীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

0
178

টাইমস ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে ভবন থেকে নিচে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বৈদ্য জানান, ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ৬৯/১ নম্বর ভবনে পরিবারের সঙ্গে থাকতো আরনাজ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে ১০ তলা ভবনটির ছাঁদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঢামেক হাসপাতাল মর্গে উপস্থিত স্বজনদের মাধ্যমে জানা যায়, তার বাবা তাহমিদ আহমেদ আইসিডিডিআর,বি এর নির্বাহী পরিচালক। দুই বোনের মধ্যে আরনাজ ছিল বড়।
বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা: এদিকে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসায় খন্দকার ফাকিহা নুর (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে উত্তরা চার নম্বর সেক্টরের সাত নম্বর রোডের ২৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাবা খন্দকার আনোয়ার হোসেন ও মা রোজী বেগমের একমাত্র মেয়ে তিনি। সকালে তিনি ওই বাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে গলায় ফাঁস দেন। পরে বাবা-মা তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এখানে আনার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু আরও জানান, ফাকিহা নুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।