ট্রান্সওয়েশন ফাইবার্স মিলে বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ : কর্মকর্তা লাহ্নিত

0
248

ফুলবাড়ীগেট প্রতিনিধি : মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধিন ট্রান্সওয়েশন ফাইবার্স (প্রসেসার্স) মিলের প্রধান ফটকের সামনে বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় ট্রান্সওয়েশন ফাইবার্সের শ্রমিকরা তাদের সপ্তাহের মজুরী ও মিল চালুর দাবিতে প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ চলাকালে বক্তৃতা করেন মোঃ জাকারিয়া, ইকলাজ হোসেন, আসলাম, আরমান হাসান, রুনা বেহম, মোঃ আরমান, কানিজ ফাতিমা, হোসনেয়ারা, দিলদার প্রমুখ।
ট্রান্সওয়েশন ফাইবার্সের প্রশাসনিক কর্মকর্তা জিএম আলাউদ্দীন জানান আর্থিক সংকটের কারনে বিগত আড়াই বছর ধরে এ প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর মাদারীপুরের কেএইচ ব্রিকস্ নামক একটি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে ৩ বছরের চুক্তিতে ভাড়া দেয়া হয়। কেএইচ ব্রিকস গত আড়াই মাস ধরে মিলটিতে পন্য উৎপাদন করে আসছিল। হঠাৎ করে গত ৫ডিসেম্বর শ্রমিকদের সাপ্তাহিক মুজুরী, মিলের বিদ্যুৎ বিল ও আমাদের চুক্তি অনুয়ায়ী মাসিক ভাড়া না দিয়ে লাপাত্তা হয়েছে। আমরা কেএইচ ব্রিকস এর সাথে মোবাইলে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির ডাইরেক্টর মোঃ রাব্বি হাসান আগামী ১৪ ডিসেম্বর থেকে মিল চালু করবেন ও ১৫ ডিসেম্বর শ্রমিকদের বকেয়া মুজুরী প্রদান করবে বলে জানান। এ ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-২৯২, তাং-০৭/১২/১৯। তিনি আরোও বলেন, বেলা ১২টায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে কতিপয় শ্রমিক দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে আমাকে লাহ্নিত করে, উক্ত ঘটনায় থানা পুলিশকে খবর দিলে খানানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে মিলের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শ্রমিকদের শান্তি পূর্ণ আলোচনার মাধ্যমে সৃষ্ঠ সমস্যা সমাধান করার জন্য বলেন।