জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন খুবি শিক্ষক সমিতির

0
547

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রগতিশীল বুদ্ধিজীবী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্ত¡রে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এ কে ফজলুল হক, প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোসামাৎ হোসনে আরা, সহযোগী অধ্যাপক মোঃ নুরুজ্জামান, সহকারী অধ্যাপক যথাক্রমে রুমানা রহমান, ইমরান কামাল, জাহিদা আকতার ও হামালনা নিজাম।
বক্তারা বলেন, এটা নিছক কোনো হামলার ঘটনা নয়। এর নেপথ্য শক্তিকে খুঁজে বের করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখনও মুক্তিযুদ্ধের পরাজিত মৌলবাদী শক্তি যে তৎপর, তারা বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করতে চায়, মুক্তচিন্তা, প্রগতি থামাতে চায়, মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে তৎপরতা চালায় এ হামলা তা প্রমাণ করে। এর দ্বারা আরও প্রমাণিত হয় একাত্তর এখনো শেষ হয়নি। আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্ত পরাজিত শক্তি এখনও তৎপর। এসব হামলাকারী, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হলে বার বার এ ধরনের ঘটনা ঘটতো না। তাই এ ধরনের ঘটনার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনের প্রারম্ভে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রগতিশীল বুদ্ধিজীবী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গতকাল সংবাদপত্রে প্রদত্ত বিবৃতি পড়ে শোনান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। #