আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিকের আমরণ অনশনের ৩দিন

0
387

ফুলবাড়ীগেট প্রতিনিধি: আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের ১১দফা দাবীতে টানা ৩য় দিনের মত আমরণ গণ-অনশন চলছে। অনশন চলাকালে শ্রমিকরা বলেছেন এবার আর কোন প্রতি¯্রুতি নয় মজুরী কমিশন না নিয়ে আমরা এখান থেকে উঠবো না। অনশন চলাকালে অসুস্থ হয়ে ফুলতলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ইষ্টার্ণের আলমগীর হাওলাদার ও আলিমের কিবরিয়া মুন্সি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত অনশন ক্যাম্পে ৩২জনকে শারীরীক দূর্বলতার কারণে স্যালাইন পুশ করা হয়েছে। এ ছাড়া প্রায় অর্ধ শতাধিক শ্রমিকের চিকিৎসা দেয়া হয়েছে। আলিম ও ইষ্টার্ণ জুটমিল শ্রমিক কর্মচারীদের অনশন চলাকালে ইষ্টান জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে আলিম জুট মিল সাবেক কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম ও ইষ্টান জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আলিম সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ ইউসুফ আলী, আলমগীর হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রব মোল্লা আঃ রশিদ, আকসার আলী, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মেহেদি হাসান বিল্লাল, মনিরুল ইসলাম আকুন্জি, শেখ শামিমুল ইসলাম, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, হাফিজুর রহমান, বদর উদ্দিন বিশ্বাস, নাজমুল হক, কমরেড মফিদুল ইসলাম, গৌতম কুমার দাস,মোজাম্মেল হক, আব্দুস সত্তার মোল্যা, মোঃ বাবুল রেজা, মকবুল হোসেন, আবুল হাসান প্রমুখ । এদিকে অনশন চলাকালে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায় সংগত দাবীর পতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।