চাঁদপুরে ৭০০ কেজি জাটকা জব্দ

0
245

খুলনাটাইমস: চাঁদপুরে একটি লঞ্চে অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর বড়স্টেশন মেঘনা মোহনা এলাকায় এই ঘটনা ঘটে। হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি তাসরিফ-২ লঞ্চে অভিযান চালিয়ে এই মাছগুলো জব্দ করা হয়। চাঁদপুর কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানায়, রাত ১১-২টা পর্যন্ত কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার সৈয়দ দীন ইসলাম (সিনিয়র চিফ পেটি অফিসার) এবং সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি লঞ্চ থেকে প্রায় ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।
এ এস এম লুৎফর রহমান বলেন, ‘নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুদের ধরতে চাঁদপুরের কোস্টগার্ড তৎপর রয়েছে। মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’ পরে জব্দকৃত জাটকা ইলিশ কোস্টগার্ড স্টেশনের অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি বেশ কিছু এতিমখানায়ও পাঠানো হয় এই মাছ।