কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

0
362

খুলনাটাইমস: কুষ্টিয়ায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটানয় ‘আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে’ আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, দুই পক্ষের সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে আজিম (৬০) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়। হত্যাকা-ে জড়িতদের আটকে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এক পক্ষের নেতা আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, যারাই হত্যাকা- ঘটান তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। দল করলেই এসব করে কেউ পার পাবেন না। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সদস্য ‘আওয়ামী লীগ নেতা’ আবদুল মজিদ এবং প্রতিপক্ষ আবু বক্করের পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আবদুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজিম মন্ডলকে প্রতিপক্ষের লোকজন স্থানীয় এক গোরস্থানের মধ্যে কুপিয়ে হত্যা করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, পাঁচজন আহত হয়ে এসেছিলেন। তার মধ্যে আলাল মন্ডল, মতিয়ার মন্ডল ও রাব্বানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তাদের দ্বন্দ্ব মেটাতে একাধিকবার নানা উদ্যোগ নেওয়া হয় বলেও জানায় এলাকাসী। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।