চাঁদখালীতে ভেড়িবাঁধের লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

0
299

কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছায় চাঁদখালীর হাচিমপুর শাহাপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধের দু’ধারে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানিযেছেন, হাচিমপুর খান ভাটার দক্ষিণ দিকে বড়দল ব্রীজ অভিমুখে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধের দু’ধারের বড় বড় শিরিষ,চটকাসহ বিভিন্ন জাতের গাছ কাটার ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় খোকন গাজি, আলাউদ্দীন, আছাব সরদার, জাহাঙ্গীর, নান্টুসহ অনেকের বাড়ির পার্শ্ব থেকে এ গাছ কর্তন করেন। যার মূল্য লক্ষাধিক টাকা বলে এলাকাবাসী জানিয়েছে।
স্থানীয় জনৈকা গৃহবধু ফাতেমা বেগম জানান, সম্প্রতি মাইকে ”যার যা কিছু আছে, তা সরিয়ে নেয়ার কথা বললে” অনেকে এ সব গাছ কেটে ফেলে। তবে জাহাঙ্গীর গাছ কাটার ঘটনাটি অস্বীকার করে বলেন, এ সময় আমি এলাকার বাইরে ছিলাম।
এব্যপারে পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলী ফরিদ উদ্দীন বলেন, বিষয়টি তার জানা নেই। তবে মাইকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। তার মানে এই নয়, ভেড়িবাঁধের গাছ কাটতে হবে।