চলে গেলেন কিংবদন্তি অপেরা শিল্পী জেসি নরম্যান

0
264

খুলনাটাইমস বিনোদন: অপেরা সংগীতের কিংবদন্তি তারকা জেসি নরম্যান চলে গেলেন না ফেরার দেশে। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী আমেরিকান এই অপেরাশিল্পী সোমবার সকাল ৭টা ৫৪ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। জানা গেছে, ২০১৫ সালে স্পাইনাল কর্ডের সমস্যা হয়েছিলো তার। এরপর তার কয়েকটি অঙ্গ অচল হয়ে পড়ে। দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে চলে গেলেন তিনি। ১৮৪৫ সালের ১৫ সেপ্টেম্বর জর্জিয়ার অগাস্টায় একটি সংগীতপ্রেমী পরিবারে জন্ম হয় জেসি নরম্যানের। এই শিল্পী পরিবারে পাঁচ ভাই-বোনের সঙ্গে সংগীতের মাঝেই বড় হয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে সবচেয়ে কম বয়সী শিল্পী হিসেবে কেনেডি সেন্টার অনার সম্মান লাভ করেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ন্যাশনাল মেডেল অব আর্টস প্রদান করেন। ১৯৯৬ সালে আটলান্টা সামার অলিম্পিকসে উদ্বোধনী সংগীত পরিবেশন করেছিলেন জেসি।