গাজী আব্দুল হাদীর স্মরণ সভায় নেতৃবৃন্দ তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে ছিলেন আপোষহীন

0
461

বিজ্ঞপ্তি : আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, গাজী আব্দুল হাদী আওয়ামী লীগের দু:সময়ের একজন নেতা। তিনি কখনও স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে ছিলেন আপোষহীন। স্বৈরাচার জিয়া এরশাদ এবং খালেদার জিয়ার নির্যাতনকে উপেক্ষা করে তিনি গণতান্ত্রিক আন্দোলনে কর্মীদের নিয়ে সংগ্রাম করেছেন। তাঁর মত নেতার ধৈর্য্য ত্যাগ আজ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করেছে। নেতৃবৃন্দ গাজী আব্দুল হাদীর মত ত্যাগ স্বীকার করে আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।

সোমবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদীর ১ম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, খুলনা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল। জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেডএ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, কাউন্সিলর আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা মোস্তাইন বিল্লাহ দারা, শেখ পীর আলী, মনিরুজ্জামান সাগর, সরদার জাকির হোসেন, খান সাইফুল ইসলাম, শফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ইমরান হোসেন, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, মো. শাহীন আলম, রুম্মান আহমেদ, মো. আনিসুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে গাজী আব্দুল হাদীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাহেদ হুসাইন।