গাজায় ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

0
245

খুলনাটাইম বিদেশ :অবরুদ্ধ গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েল পুলিশ। রাফায় ইসরায়েলি বিরোধী আন্দোলনে ২০ বছর বয়সী সাহির ইভাদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই আন্দোলনে ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের ওপর তাজা গুলি চালানো হয়েছে।নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ১৯৭৬ সালের ৩০ মার্চ ছয় ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা। তারপর থেকে প্রতিবছর ৩০ মার্চ ‘ভূমি দিবস’ পালন করে আসছেন ফিলিস্তিনিরা। এই বছর গ্রেট রিটার্ন অব মার্চ নামে ৩০ মার্চ থেকে ছয় সপ্তাহের বিক্ষোভ শুরু করলে ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায়। এবারের বিক্ষোভে শত শত মানুষ নিহত হলে প্রতি শুক্রবার বিক্ষোভ অব্যাহত রেখেছেন ফিলিস্তিনিরা।এখন পর্যন্ত এই আন্দোলনে ২৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের দাবি গাজা উপত্যকা থেকে ১২ বছরের অবরুদ্ধ অবস্থা তুলে নিতে হবে। সেখানকার ২০ লাখ বাসিন্দা স্বাধীন চলাচলের অধিকার থেকে বঞ্চিত।