খুলনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু এঁর ম্যূরাল উন্মোচন-জন্মশতবার্ষিকী পালন

0
386

খবর বিজ্ঞপ্তি: খুলনা জেলা পরিষদ কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০০তম জন্মবার্ষিকী পালন করা হয়। যার মধ্যে সর্বপ্রথম বেলা সাড়ে ১১টায় মুজিব বর্ষ উপলক্ষে খুলনা জেলা পরিষদ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ছবির ভিত্তিতে নির্মিত ম্যূরালের ফলক উন্মোচন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এবং খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এরপর অতিথিদ্বয়সহ সেখানে উপস্থিত বিভিন্ন স্তরের নেতা-নেত্রী এবং জেলা পরিষদ সদস্যবৃন্দ ও কর্মকর্তাসহ সকলকে নিয়ে নব-নির্মিত ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ পাউন্ডের একটি কেক কাটা হয় ও একই সাথে দুঃস্থ, এতিম ও সাধারণের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং বেলা ১২টায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং সদনপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্যরা। সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আছাদুজ্জামান। সঞ্চালন করেন প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান এবং সাপ্তাহিক খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা অছিফুর রহমান (দোলন)। দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম জনাব শেখ বায়েজিদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এম বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতিবি এম এ সালাম, সাবেক তেরখাদা উপজেলার চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচারনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ জোবায়ের আহমেদ খান জবা, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহাবুবার রহমান, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, আওয়ামীলীগ নেতা ড. মাহাবুবুর রহমান, মালিক সরোয়ার উদ্দিন, মোঃ মোতালেব হোসেন, মালেকা বেগম, সাবিনা ইয়াসমিন, সরদার জাকির হোসেন, খান সাইফুল ইসলাম, জামিল খান, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, তাপস জোয়াদ্দার, তানভির রহমান আকাশ, কাজি নাজিব, সম্রাট, জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী খান পলাশ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক, করোনেশন কারিগরী বিদ্যালয়, আব্দুর রহিম, হিসাব রক্ষক সোমা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশিষ্ট সমাজ সেবকগন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।