খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে নেতৃত্ব দিতে চায় তানভীর রহমান আকাশ

0
45

নিজস্ব প্রতিবেদক
স্থবির হয়ে পড়েছে খুলনা জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড। খুলনা জেলা ছাত্রলীগের কমিটিমেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগে। মেয়াদ উত্তীর্ণ কমিটির শীর্ষ নেতাদের অনেকেই বিবাহিত, নেই ছাত্রত্ব। অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগ সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। সব মিলিয়ে এই কমিটি নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে মো. পারভেজ হাওলাদার সভাপতি ও মো. ইমরান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। খুলনা জেলা ছাত্রলীগের অভ্যন্তরে ৯ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৪ টি সরকারি কলেজ, ৪৪ টি বেসরকারি কলেজ, ৬৫ টি ইউনিয়ন, একটি সাংগঠনিক ইউনিয়ন ও ২ টি আঞ্চলিক কমিটি রয়েছে। এদিকে আগামি নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম তানভীর রহমান আকাশ সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে গত ২৩ মার্চ তার সিভি জমা দেন। নতুন কমিটিতে সুযোগ পেলে ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে কাজ করতে চান তানভির রহমান আকাশ। বর্তমান কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা, ছাত্রলীগের রাজনীতিতে অবদানসহ বিভিন্ন বিষয়ে নিজের যোগ্যতা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here