খুলনায় সকল বন্ধ মিল চালু ও বেতন পরিশোধের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

0
246

খবর বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার উদ্যোগে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও সকল বন্ধ মিল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খালিশপুর পিপলস্ গোল চত্বরে এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ ও সঞ্চালনা করেন সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমান।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর অর্থ সম্পাদক জিএম কিবরিয়া, ইসলামি শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো: জামাল মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃজাহিদুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোঃজামাল হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ মাহাদি হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন, এদেশের মানুষ আজ দিশেহারা। কারন স্বাধীন হওয়ার ৪৯ বছরে এসেও এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি। স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো শেখ মুজিব আবার কখনো জিয়া আবার স্বৈরাচার শাসক এরশাদ এদেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এরপর আমরা কি দেখলাম কখনো খালেদা কখনো শেখ হাসিনা শুধু নেতার পালা বদল হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি। আজ এদেশের মানুষ শুধু সেতু ও রাস্তাঘাটের উন্নয়ন চায় না। মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আপনি ব্যর্থ হয়েছেন। আজ শ্রমিকরা তাদের জীবন অনাহারে কাটাচ্ছে। শ্রমিকদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী, এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরো বলেন, আপনি শ্রমিকদের সকল বকেয়া পরিশোধসহ বন্ধ মিল চালু ও শ্রমিকদের সকল দাবী মেনে নিবেন আর না হয় এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এদেশের পাটকল শ্রমিকদের সাথে নিয়ে গন আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ্।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শেখ শওকাত হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মিজান হোসেন, তুহিন, মাও. নাসির, মামুন, মোঃ আব্দুস সবুর, মোঃ হালিম, মোঃআবুল কাশেম, মোঃ বনী আমিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।