খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের রেজিস্ট্রেশন চলছে

0
171

তথ্য বিবরণী:
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন আগামী ১২, ১৩, ২৬ ও ২৭ ফেব্রæয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রæয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ক প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যারাথনে খুলনা জেলা হতে কমপক্ষে ১০ হাজার জনতা অংশ নেবে বলে আশা করা হয়। পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন খুলনা শহরের শিববাড়ি থেকে শুরু হয়ে ফেরিঘাট, ডাকবাংলো, জেলা স্কুল হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। যে কোন বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন। ম্যারাথনে অংশ নিতে িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ইমেইল ভৎববধফসরহ১@সধৎধঃযড়হ.পড়স.নফ এবং পাসওয়ার্ড হবে ভৎববধফসরহ১। এর পরবর্তী অপশন অফফ ঢ়ধৎঃরপরঢ়ধহঃ পেইজে নিজস্¦ ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে। রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে ইঝগউগ ২০২১ লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে। ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহনের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণ এবং অতিক্রান্ত পথ ও সময়ের হিসাব অ্যাপসের মাধ্যমেই নির্ধারিত হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোষাক-কেডস পরিধান করে আসতে হবে। রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ হতে জানা যাবে।