ডুমুরিয়ায় দ্বিতীয় দিনে পুলিশসহ ১শ’ ৫৬ জনের করোনার টিকা গ্রহন

0
147

চুকনগর প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় করোনা টিকা দান কার্যক্রমের দ্বিতীয় দিন সোমবার (৮ ফেব্রæয়ারী) ডুমুরিয়া থানা পুলিশ সদস্যসহ ১৫৬ জন নারী-পুরুষ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেছেন। সকাল ৮টা হতে বিকল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান করা হয়। এ নিয়ে গত দুই দিনে ২১৬ জন কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে সোমবার ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ওসি অপারেশন আকরাম চৌধুরীসহ থানা পুলিশের ৩৮ জন সদস্য এবং ১১৮ জন সাধারণ নারী পুরুষ কোভিড-১৯ করোনা টিকে গ্রহন করেছেন। এর আগে প্রথম দিন রোববার ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারন মানুষসহ ৬০ জন কোভিড-১৯ করোনার টিকা গ্রহন করেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরো জানা গেছে প্রথম পর্যায়ে ২৩ হাজার ২০ ডোজ টিকা এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বুথের মাধ্যমে নার্স ও মিডওয়াইফরা টিকা দান কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিন অন্তত সাড়ে ৪শ ব্যক্তিকে কোভিড-১৯ করোনার টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সাংবাদিকবৃন্দ সহ ১হাজার ৪৩৭জন টিকা গ্রহনের জন্য নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া সাধারন মানুষ বিভিন্ন ভাবে নিবন্ধিত হয়ে টিকা নিতে পারবেন। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক পনেরটি ক্যাটাগরির লোককে এই টিকা দেওয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’র ডাউনলোডের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার কোনো প্রয়োজন নেই।