খুলনায় পূজামন্ডপে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৬ হাজার ৬০ জন আনসার

0
186

খবর বিজ্ঞপ্তি:
খুলনা বিভাগের ১০টি জেলায় ৪ হাজার ৬শ’ ৫০টি দুর্গা পূজামন্ডপে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৬ হাজার ৬০ জন আনসার সদস্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্ব পালন করেছেন। খুলনা জেলায় ৯১০টি পূজামন্ডপে ১ হাজার ২শ’ ১০ জন, বাগেরহাট জেলায় ৬শ’ ১৯টি পূজামন্ডপে ৮শ’ জন, সাতক্ষীরা জেলায় ৫৬৮ টি পূজামন্ডপে ৭৫০ জন, যশোর জেলায় ৬৩৬ টি পূজামন্ডপে ৮শ’ জন, ঝিনাইদহ জেলায় ৪০৩ টি পূজামন্ডপে ৫৪০ জন, মাগুরা জেলায় ৫৮৭ টি পূজামন্ডপে ৭৩৭ জন, নড়াইল জেলায় ৫৩৯টি পূজামন্ডপে ৭১০ জন, কুষ্টিয়া জেলার ২৩৮টি পূজামন্ডপে ৩২০ জন, চুয়াডাংগা জেলায় ১১০টি পূজামন্ডপে ১৫০ জন, মেহেরপুর জেলার ৪০টি পূজামন্ডপে ৫০ জনসহ মোট ৬ হাজার ৬০ জন আনসার বাহিনীর সদস্য পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম হিসেবে দায়িত্ব পালন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস এর দিক নিদের্শনা ও সার্বিক তত্বাবধানে এই রেঞ্জের আনসার সদস্যগণ দিনরাত ২৪ ঘন্টা পুজামন্ডপের নিরাপত্তায় টহল ডিউটি পালন করেন।