শিশু অঙ্কিতার ধর্ষণ ও হত্যাকারীর শাস্তির দাবিতে দৌলতপুরে আইন শৃঙ্খলা সভা

0
163

খবর বিজ্ঞপ্তি:
অঙ্কিতার হত্যাকারী প্রীতম রুদ্রের দ্রæত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি শনিবার দুপুর ৩ টায় নগরীর পাবলা বনিকপাড়া সার্বজনীন কালী মন্দির সংলঘেœ পাবলার কৃতি সন্তান ব্যবসায়ী সমাজ সেবক নাজমুল হাসান মুন্সি (পুলু)’র সভাপত্বিতে আইন-শৃঙ্খলা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা। প্রতিবাদী এ সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ডিপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস.এম ফজলুর রহমান,। প্রতিবাদী এ সভায় আরো উপস্থিত থেকে বক্তিৃতা করেন, খুলনা মহানগর-আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান ও থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আ’লীগের মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুন, দৌলতপুর কেসিসি’র ৫নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কেসিসি’র ৬নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাহিদা বেগম, কেসিসি’র ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, কসিসি’র ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হুমায়ূন কবির, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু, থানা যুগ্ন-সম্পাদক এম.এ সেলিম, থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজা তরফদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন ঘোষ, সাঃ সম্পাদক প্রশান্ত কুন্ডু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা শাখার সভাপতি আশুতোষ ঘোষ, সাংস্কৃতিক ঐক্য জোট দৌলতপুর থানা শাখার সভাপতি তিলোক গোস্বামী, পূজা উদ্যাপন কমিটি দৌলতপুর শাখার সাঃ সম্পাদক প্রকাশ অধিকারী, ৪ নং ওয়ার্ড আ’লীগ সাঃ সম্পাদক শেখ অহিদুজ্জামান, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, সাঃ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, নাগরিক নেতা শাহিন জামান পণ, মুক্তিযোদ্ধা হারুন বন্দ, শরীফ হামিদুর ইসলাম চন্দন, মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, রানা পারভেজ সোহেল, বাচ্চু মোড়ল, মেহেদী হাসান মোড়ল, ইবাদ মোড়ল, আসাদ বন্দ, শেখ জিহাদ, শেখ পলাশ, আল-আমিন সরদার রতন, আলামিন, শেখ নাজিম, এমএম জসিম, মহিউদ্দিন রাজু, শংকর, সুমন দাস, বিকাশ কর, সাইফুল ইসলাম মানিক, এমডি সাইদ, রাকিব হাসান তুষার প্রমুখ। পুলিশ কমিশনার বলেন, শিশু অঙ্গিতার সাথে যে পার্ষবিক ও শারিরীক নির্যাতন করে অবশেষে হত্যা করা হয়েছে সেই কুখ্যাত নরপিচাষ, কুলাঙ্গার প্রীতম রুদ্রের দ্রæত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করা পাবলা এলাকাবাসীর যে দাবি আমি তার সাথে সহমত। এ অপরাধ ক্ষমার অযোগ্য। কোন অবস্থাতেই এ ঘৃনিত অপরাধের সাথে প্রত্যক্ষ জড়িত ধর্ষক ও হত্যাকারী প্রতীমের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রæত সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া কার্যক্রম শেষ করে চার্জ গঠন পূর্বক সর্বচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান এ কর্মকর্তা। সভা সঞ্চলনার দায়িত্বে ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা শাখার সাঃ সম্পাদক বলরাম দত্ত।