খুলনায় উপসর্গ নিয়ে মারা যাওয়া নুর আলম করোনায় আক্রান্ত

0
2056

খুলনা টাইম্স প্রতিবেদক :

খুলনায় উপসর্গ নিয়ে মারা যাওয়া নুর আলম খান (৪৩) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। খুলনা মেডিকেল কলেজে তার নমুনা পরীক্ষার পর পজেটিভ পাওয়া গেছে। তবে নগরীর লবণচরা এলাকায় মারা যাওয়া বৃদ্ধার শরীরে করোনা শনাক্ত হয়নি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আজ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে সকালে মারা যাওয়া রূপসা উপজেলার রাজাপুরের নুর আলম খান এর করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত ৫ জন শনাক্ত হয়েছেন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যু।

এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুর আলম খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়।

মৃত্যুর স্বজনরা জানান, নুর আলম খান গত ৫দিন ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি মোবাইল সার্ভিসিং মেকানিক ছিলেন।