সাতক্ষীরার দেবহাটায় তৃতীয় ধাপে পিপিই প্রদান করলো স্বেচ্ছাসেবকলীগ

0
411

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কাজ করে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। জেলা স্বেচ্ছাসেবকলীগের দিক নির্দেশনায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পৃষ্ঠপোষকতায়,করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম দিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনসাধারনের সচেতনতা বৃদ্ধি করে মাস্ক বিতরন,কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন করছে তারা। তাছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলায় সরকারী-বেসরকারী পর্যায় থেকে যারা কাজ করছে তাদের সুরক্ষার জন্য পিপিই প্রদানও করেছে স্বেচ্ছাসেবকলীগ। প্রথম ধাপে পিপিই প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানা পুলিশের জন্য থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এবং উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ শেখ আক্তার হেসেনের হাতে। দ্বিতীয় ধাপে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আব্দুল লতিফ, কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধাক্ষ আছাদুল হক,সখিপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর চেয়ারম্যান আবু বকর গাজী,পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলামের দপ্তরে যেয়ে তাদের হাতে পিপিই তুলে দেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবী মেডিকেল টিমের হাতেও পিপিই তুলে দেন নেতৃবৃন্দ। মঙ্গলবার তৃতীয় ধাপে পিপিই প্রদান করে স্বেচ্ছাসেবকলীগ।এতে উপজেলার পারুলিয়ার পল্লী চিকিৎসক প্রশান্ত বিশ্বাসসহ কয়েকজনকে পিপিই প্রদান করা হয়। এ বিষয়ে ্উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে পরিনত হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সেই কাজের সূত্র ধরে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবীদার।