খুলনার ভৈরব নদে ১৬০ টন সার বোঝাই কার্গো ডুবি

0
765

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার ভৈরব নদীর খানজাহান আলী থানাধীন গিলাতলা বারাকপুর ঘাট সংলগ্ন ত্রি-মোহনীতে মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সোয়া ১১টায় নদী খননের ড্রেজার মেশিনের মাটি বা পলি কাটার কাটারে কেটে গিয়ে নওয়াপাড়াগামী কার্গো এম ভি মির্জাগঞ্জ বার্জের একশত ৬০ টন সার নিয়ে মধ্য নদীতে ডুবে গেছে। কার্গোটির নয় কর্মচারী নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত কার্গো টি নদীর তলদেশে ডুবেছিল। ঘটনার পর বিআইডাব্লিউটিএ’র উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, মির্জাগঞ্জ বার্জ কার্গোটি মঙ্গলবার সকাল ৬টায় ১৬০ টন এম ও পি পটাস সার মংলা থেকে লোড দিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত পোনে ১১টার দিকে ভৈরব নদীর বারাকপুর ঘাট সংলগ্ন মেসার্স হোসেন ব্রিকসের( গিলাতলা) সামনে আসলে নদী খননকারী বঙ্গ মেঘনা ড্রেজার মেশিনের বালু কাটার কাটারের ধারালো ব্লেডে সার বোঝাই মির্জাগঞ্জ বার্জের তলা ফেটে মুহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। এ সময় কার্গোর ৯ জন কর্মচারীকে আশপাশের লোকজন নৌকায় করে উদ্ধার করে। স্থানীয় আলী হোসেন জানান, বালু উত্তোলনকারীরা ড্রাম দিয়ে নদীর মাঝখানে মেশিন বসিয়ে নদীর খননের কাজ করছিলো। ড্রাম গুলোতে কোন সিগনাল বাতি বা ড্রেজার মেশিনে পর্যাপ্ত আলো বা সিগনাল বাতি না থাকায় দূর্ঘটনা ঘটেছে।
মির্জাগঞ্জ কার্গোর সারেং মোতালেব জানান, নদীর মাঝ বরাবর ড্র্রেজার মেশিন দিয়ে নদী খনন করছিলো বঙ্গ মেঘনা প্রতিষ্ঠান। রাতের বেলায় বালু উত্তোলনের সময় পর্যাপ্ত সিগনাল বাতি না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে। তিনি বলেন কার্গো বার্জটি ড্রেজার মেশিনের কাছা কাছি আসলে তখন সিগনাল বাতির মাধ্যমে সংকেত দেওয়া হয় কিন্তু যখন সংকেত দেওয়া হয়েছে তখন আর কিছু করার ছিলো না। কার্গোটি মাঝ পথ দিয়ে যাওয়ার সময় ড্রেজার মেশিনের নদীর তলের বালু কাটার কাটারের কার্গোর তলা ফেড়ে মুহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। অপর দিকে নদী খনন কাজের বঙ্গ মেঘনা প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম দাবী করেন, তাদের পর্যাপ্ত সিগনাল বাতী থাকা সত্বেও অসাবধানতাবসত এ দূর্ঘটনা ঘটেছে।