খুবির ফার্মেসী ডিসিপ্লিনে কর্মশালা অনুষ্ঠিত

0
485
বিজ্ঞপ্তি: বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে হেকেপের উদ্যোগে ফার্মেসী ডিসিপ্লিন কর্তৃক আয়োজিত ইফিসিয়েন্ট ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক কর্মশালা বুধবার সকাল ১০ টায় খুলনা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন গবেষণাগারে বা পরীক্ষাগারে সর্তকতা অবলম্বনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করা হয়। এ জন্য সেফটি বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনি উপদান বিষয়ও শিক্ষার্থী এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে। ফার্মেসী ডিসিপ্লিন এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই কর্মশালার আয়োজন করায় তা শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং যারা কর্মকর্তা বা টেকনিশিয়ান আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। কর্মশালায় মুল নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (হেকেপ) প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। কর্মশালায় আরো বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ হেমায়েত হোসেন। পরে তিনি টেকনিক্যাল সেশনে হেলথ এন্ড সেফটিক ইন ল্যাবরেটরি প্রশিক্ষণের উপর পাওয়াপয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন।  এ সময় জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ ল্যাব কর্মকর্তা ও ল্যাব টেকনিশিয়ানবৃন্দ  উপস্থিত ছিলেন।