প্রধানমন্ত্রী’র স্বর্ণপদক পেলেন খুবি ও কুয়েটের নয় শিক্ষার্থী

0
363
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কামিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭ লাভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ ও কুয়েটের ৩ শিক্ষার্থী।  বুধবার সকাল ১১টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আনুষ্ঠানিকভাবে এ স্বর্ণপদক পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত খুবি’র কৃতী শিক্ষার্থীরা হলেন ২০১৭ ব্যাচের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ রাহাত আলী, এগ্রোটেনোলজি ডিসিপ্লিনের জিনাত সুলতানা, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আসিফ সারোয়ার, ইংরেজি ডিসিপ্লিনের তুশমিত মেহেরুবা আঁকা, অর্থনীতি ডিসিপ্লিনের তহমিনা ইসলাম এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ। প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। এদিকে উপাচার্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে তাঁর নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা কুয়েটের ২০১২ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ আকিব শাহরিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ শরিফুল ইসলাম। প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিঁনি প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত কুয়েটের তিন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। এবং এ ধরনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে ধন্যবাদ জানান।