খানজাহান আলী থানায় গড়ে উঠেছে এলাকা ভিত্তিক নতুন কিশোর গ্যাং

0
186

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরীর খানজাহান আলী থানা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাদক, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং এবং মাদক বিক্রির মতো অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত। ধর্ষণের ঘটনাও ঘটাচ্ছে তারা। এছাড়া এ সকল কিশোর গ্যাংয়ের কাছে রয়েছে দেশী অস্ত্রের ছড়াছড়ি। এদের অনেকেই রাজনৈতিক ছত্র ছায়ায় অবস্থান করছে। আবার কেউ কেউ শীর্ষ সন্ত্রাসীদের অনুচর হিসেবে কাজ করছে। বিভিন্নপাড়া, মহল্লার উঠতি বয়সের ছেলেরা একত্রিত হয়ে গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধ করে যাচ্ছে। বিভিন্ন নামে এলাকাভিত্তিক নতুন নতুন কিশোর গ্যাং এর গ্রুপ গড়ে তুলেছে তারা। পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত, কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তার এবং মাদক সেবন ছাড়াও নানা তুচ্ছ ঘটনায় চলছে হাতাহাতি-মারামারি। এছাড়া আফিলগেট বাইপাস সড়কসহ বিভিন্ন রাস্তায় ঝুঁকিপূর্ণ বাইক ও কার রেসিং তাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। থানা এলাকার বেশিরভাগই অপরাধ ঘটেছে কিশোর অপরাধীদের মাধ্যমে। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন কিশোররা যেন অপরাধে জড়াতে না পারে সেজন্য অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। তাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে মিশছে সে বিষয়ে মা-বাবাকেই বেশি নজরদারি করতে হবে। অনুসন্ধানে দেখা গেছে ইতিপুর্বের যে কোন সময়ের চেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে ওঠার মাত্রাটি বর্তমানে বেশি লক্ষ করা যাচ্ছে। কোন এক সময় উঠতি বয়সের তরুনদের মধ্যে নানা রকম সমাজকল্যাণমূলক কাজের প্রতিযোগিতা লক্ষ করা গেলেও এখন উঠতি বয়সের তরুনদের একটি উল্লেখযোগ্য অংশ একত্র হয়ে গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে থানা পুলিশের বিভিন্ন সময়ে অভিযান চললেও এ ধরনের অভিযান অব্যাহত না থাকলে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠতে পারে বলে মনে করেন সতেতন মহল।