কয়রায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রী’র

0
215

খবর বিজ্ঞপ্তি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়রা উপজেলার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন। রবিবার সকাল ১১ টায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ সহনীয় বাসগৃহ ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। গ্রাজুয়েটস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাংবাদিক হুমায়ুন কবির, সরদার নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, উপজেলা আ’লীগ নেতা, খগেন্দ্রনাথ মন্ডল, এসএম হারুন অর রশীদ, এসএম বাহারুল ইসলাম, জাফরুল ইসলাম পাড়, প্রভাষক শাহাবাজ আলী, সুজিৎ রায়, খায়রুল আলম, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মাছুম, রোকনুজ্জামান কাজল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালী ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।