কয়রার উত্তর বেদকাশিতে চেয়ারম্যান হিসাবে সজিবকে চায় সাধারণ মানুষ

0
152

কয়রা প্রতিনিধি:
কয়রা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মাঠে জোরালো প্রচার পদচারণায় ব্যস্ত রয়েছেন অনেকে। তার মধ্যে প্রথম সারির একজন ছাত্রনেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সমন্বয় কমিটি খুলনা-০৬ বাংলাদেশ ছাত্রলীগের এর সাবেক সদস্য রেজাউল ইসলাম সজিব। তরুন এই নেতা চমক হিসাবে নৌকার মাঝি তাকে দেখা যেতে পারে ০৬ উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমনটাই ভাবছেন সকল শ্রেণী পেশার মানুষ। দলীয় সমর্থন পেতে জন¯্রােত সৃষ্টি হয়েছে এই তরুণ ছাত্রনেতার। আম্পান ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতায় নিজের সবটা দিয়ে চেষ্টা করছেন। কুড়িয়েছেন কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে থেকে সকলের শ্রদ্ধা এবং ভালোবাসা। নৌকা পেলে খুব সহজে জয়ের ব্যাপারে আশাবাদী তরুণ এই নেতা। তরুণ নেতৃত্ব দেশরতœ শেখ হাসিনা পছন্দ করেন। সুতরাং যোগ্য, দক্ষ, শিক্ষত,মার্জিত, সৎ তরুণ এই নেতা সকলেকে টপকে নৌকার মাঝি হওয়ায় সম্ভবনা বেশি ভাবছেন সাধারন মানুষ। ইউনিয়নের সকল স্তরের মানুষ রেজাউল ইসলাম সজিব নৌকার মাঝি হিসাবে দেখতে চায়। তিনি নির্বাচনী এলে এলাকায় সকল ময়-মুরব্বি, মা-বোন জাতি, বর্ণ, ধর্ম নির্বেশেষে সকলের দোয়া/আাশীর্বাদ নিয়েছেন। এলাকায় সর্বস্তরের জনগণের আস্থা ও আশা-আঙ্ক্ষাকার জায়গা রেজাউল ইসলাম সজিব। দায়িত্ব ও নীতির জায়গায় অটল তরুণ এই ছাত্র নেতা দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি জনপ্রতিনিধি হয়ে এখন জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কয়রা ৬ নং উত্তর বেদকাশি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশি। দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতীকে নির্বাচন করতে আশাবাদ ব্যক্ত করেছেন। সজিবের ভাষ্যমতে, ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিলে, নেত্রীর ক্ষুধা দারিদ্র্যমুক্ত ডিজিটাল সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা করবো। বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে গড়ে তুলতেও আমি প্রতিজ্ঞাবদ্ধ।” উল্লেখ, আগামী ১১ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সূত্র মতে, আগামী ১৮মার্চের আগে দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর সেই নৌকার মাঝি হতে নির্বাচনী মাঠে জনসভা জনসংযোগ করে তুলেছে এই তরুণ প্রজন্মের ছাত্রনেতা জনাব সজিব।