টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ভারতীয় নৌবাহিনীর

0
141
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার দুপুরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
এসময় ভারতীয় নৌবাহিনীর কমডোর মহাদেব গোবর্ধন রাজু, ২ টি যুদ্ধজাহাজ “পুলিশ ও সুমেধা” র অধিনায়ক কমান্ডার সজীব অগ্নিহোত্রী, কমান্ডার গৌরব দ‚র্গাপাল, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ জাতির পিতার পৈতৃক বাড়ি, জাদুঘর, লাইব্রেরী পরিদর্শন করেন ও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে গত ৮ মার্চ ৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌছায় ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দ। ১০ মার্চ তারা বাংলাদেশ ত্যাগ করবেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু। এসময় ফরিদপুর চিনি মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।