কোহলির দলটাই টেস্টে ভারতসেরা: গাভাস্কার

0
195

খুলনাটাইমস স্পোর্টস: বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বর্তমান টেস্ট দলটির বোলিং আক্রমণ দুর্দান্ত। এটাই আগের দলগুলোর চেয়ে অনেক বেশি ভারসাম্য এনে দিয়েছে। আর এ কারণেই কোহলির দলকে ভারতের সর্বকালের সেরা বলতে কোনও দ্বিধা নেই ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের। কোহলির নেতৃত্বে ভারত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। এ দলটির একটা বড় অর্জন ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে আসা। এই সাফল্য, এই অর্জন গাভাস্কারের দাবিকে আরও যৌক্তিক ভিত্তি দেয়। ‘আমি বিশ্বাস করি, দলীয় ভারসাম্যের দিক দিয়েই হোক, সামর্থ্যরে দিক দিয়ে হোক, স্কিল বা মেজাজ-এটাই ভারতের এ যাবতকালের সেরা দল। এর চেয়ে ভালো দল তো আমি আর দেখি না’- স¤প্রতি ইন্ডিয়া টুডে’র ই-কনক্লেভ ইনস্পিরেশন সিরিজে বলেছেন গাভাস্কার। ভারতের সাবেক ওপেনার ও অধিনায়কের দৃষ্টিতে দলটি বিশেষ হয়ে উঠেছে এটির বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের কারণে, যেকোনো কন্ডিশনেই যে বোলিং আক্রমণের ম্যাচ জেতার সামর্থ্য আছে। ‘এই দলের যে বোলিং আক্রমণ তা যেকোনও উইকেটে ম্যাচ জেতাতে পারে। এদের কন্ডিশনের সাহায্যের দরকার নেই। ব্যাটিংয়ের দিক দিয়ে বলতে গেলে ১৯৮০’র দশকে দলগুলোর সঙ্গে মিল আছে। কিন্তু ওই দলগুলো বিরাটের দলের বোলারদের মতো বোলার পায়নি’-বলেছেন গাভাস্কার। ভারত সমসময়ই বিশ্বমানের ব্যাটসম্যান পেয়েছে, পেয়েছে স্পিনারও। কিন্তু এই সময়ে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারদের মতো দুর্দান্ত সব পেসার পেয়েছে যা ভারতকে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত করেছে। ভারতের ৭১ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তি বলেছেন, এই দলটির ব্যাটিংও দারুণ যা এই মুহূর্তে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে যেকোনো কন্ডিশনে বেশি রান করার সামর্থ্য রাখে, ‘আপনাকে রানও করতে হবে। এটা আমরা ২০১৮ সালে ইংল্যান্ডে দেখেছি। দক্ষিণ আফ্রিকায় দেখেছি ২০১৭ সালে। আমরা হয়তো প্রতিবারই ২০টি উইকেট নিতে পেরেছি, কিন্তু যথেষ্ট রান করতে পারিনি। কিন্তু এখন মনে করি আমাদের সেই ব্যাটিংটাও আছে যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান এনে দিতে পারে।’