কেসিসি’র পরিচ্ছন কর্মীদের স্বণির্ভর করতে ঋণ প্রদান

0
362

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা মহানগরীর মানববর্জ্য ও স্যানিটেশন কার্যক্রমে নিয়োজিত পরিচ্ছন কর্মীদের মাঝে স্বল্প সুদে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ প্রদান করা হচ্ছে। পরিচ্ছন কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আর্থিকভাবে স্বণির্ভর করার লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে পরিচালিত এসএনভি নেদারল্যান্ডস অর্গানাইজেশন এর পক্ষ থেকে এ ঋণ প্রদান করা হচ্ছে।

সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আনুষ্ঠনিকভাবে ঋণ গ্রহিতাদের মাঝে চেক হস্তান্তর করেন। ঋণ বিতরণ কার্যক্রমের ১ম পর্যায়ে ৫জন পরিচ্ছন্ন কর্মীকে ৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।

কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর কেএম হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রুজবিনা খানম, এসএনভি’র টীম লিডার রাজিভ মুনানকামী, এ্যাডভাইজার শহিদুল ইসলাম, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি রোকেয়া রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।