কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অর্ধ কোটি রুপি দিলেন টেন্ডুলকার

0
265

খুলনাটাইমস স্পোর্টস: সচেতনতামূলক নানা বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় শচিন টেন্ডুলকার। তবে করোনাভাইরাসের বিপক্ষে তার লড়াই থেমে নেই সেটুকুতেই। আর্থিক সহায়তা নিয়েও এগিয়ে এসেছেন ভারতীয় কিংবদন্তি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে তিনি দিচ্ছেন মোট ৫০ লাখ রুপি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল ও মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রীর ত্রান তহবিলে ২৫ লাখ রুপি করে দেবেন টেন্ডুলকার। আলাদা করে দুটি তহবিলে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই। সাহায্যে এগিয়ে এসেছেন ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। বারোদা পুলিশ ও স্বাস্থ্য বিভাগকে চার হাজার মাস্ক দিয়েছেন দুই ভাই। পুনের একটি এনজিওকে ১ লাখ রুপি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১০০ দিন মজুরের পরিবারের জন্য তহবিল সংগ্রহের কাজ করছে এনজিওটি। যেসব অসহায় ও দুস্থ মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি স্কুলে, তাদের জন্য সম্প্রতি ৫০ লাখ রুপির চাল অনুদানের ঘোষণা দিয়েছেন বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীর কভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য গত সোমবার ৫০ লাখ রুপি দান করেছেন।