কেএমপি’র উদ্যোগে বয়রা পুলিশ লাইন্স হলে সাংস্কৃতিক সন্ধ্যা

0
20

নিজস্ব প্রতিবেদক
“বৈশাখী ছন্দে আনন্দে” ঈদ পরবর্তী ও পহেলা বৈশাখ—১৪৩১ উদযাপন উপলক্ষ্যে কেএমপি’তে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৪ এপ্রিল) রাত ৮টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম—বার, পিপিএম—সেবা আয়োজনে বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’তে কর্মরত পুলিশ সদস্য এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঈদ পরবর্তী পহেলা বৈশাখ—১৪৩১ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, বিপিএম ও তাঁর সহধর্মিণী জনাব জেসমিন মাহমুদ এবং কেএমপি’র পুলিশ কমিশনার সহধর্মিণী ও পুনাক সভানেত্রী সুলতানা হক উপস্থিত থেকে উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেছেন। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম—সেবা উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন।
বৈশাখী ছন্দে আনন্দে ঈদ পরবর্তী পহেলা বৈশাখ—১৪৩১ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির লোকজ সংস্কৃতি, দেশাত্মবোধক গান এবং বৈশাখী গান পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু শিল্পীদের পরিবেশনায় চমৎকার নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ সস্ত্রীক সবার সাথে মিলে আনন্দ নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ফোর্সের মধ্যে বিপুল উদ্দীপনা এবং আনন্দন পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে পুলিশ কমিশনার বাংলাদেশ নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি, খুলনা রেঞ্জ ডিআইজি সহ উপস্থিত অন্যান্য উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ভাবীদেরকে কেএমপি’র উক্ত আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, খুলনা মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এবং তাঁর সহধর্মিণী জাহান নূপুর; অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) আরআরএফ, খুলনা নওরোজ হাসান তালুকদার; খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা; ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মারুফ হোসেন সরদার, বিপিএম—সেবা, পিপিএম; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম.এম শাকিলুজ্জামান; পিটিসি, খুলনার পুলিশ সুপার (ট্রেইনিং) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত শুক্লা সাহা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী—সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জবৃন্দ এবং ফোর্স।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here