কৃষি জমিতে বালি ভরাট করলে কৃষকরা তা বরদাস্ত করবে না

0
188

খবর বিজ্ঞপ্তি:
দাকোপের বানীশান্তা মৌজার ৩০০ একর জমিতে পশুর নদীর ড্রেজিংয়ের বালি ফেলার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার ও বিকল্প ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার বেলা ৩টায় বাম গণতান্ত্রিক জোট দাকোপ উপজেলার উদ্যোগে স্থানীয় আমতলা বানীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক কিশোর রায় এবং পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দাকোপ উপজেলা আহবায়ক প্রলয় মজুমদার। মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমীন, জেলা সিপিবি সদস্য কিংশুক রায়। বক্তব্য রাখেনÑদাকোপ থানা সিপিবি সভাপতি অসীত সরকার, ইউপি সদস্য জয়ন্ত প্রকাশ গাইন, বানীশান্ত ইউনিয়ন সিপিবি সম্পাদক বিশ্বজিৎ মÐল, মলয় কুমার মÐল, সমাজসেবক বিজন কুমার মÐল, কৃষকনেতা সুরেশ চন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন রায়, সমাজসেবক পিযূষ কান্তি রায়, শিক্ষক কৃষ্ণপদ তরফদার, সত্যজিৎ গাইন, পরিমল কান্তি রপ্তান, শিক্ষক ভবসিন্ধু পাইক, প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, মংলা বন্দরের পশুর নদীতে ড্রেজিংয়ের বালি-মাটি বানীশান্তার ৩০০ একর জমিতে ফেললে উক্ত জমি অনাবাদী জমিতে পরিণত হবে। এতে করে কৃষকদের জীবন ও জীবিকা অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। তারা একেবারে কর্মহীন হয়ে পড়বে। ভিটা মাটি ছাড়া হবে। তারা উদ্বাস্তুতে পরিণত হবে। সংশ্লিষ্ট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও দারুণভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। বালি ভরাটের বিকল্প স্থান থাকা সত্বেও ভ‚মি আগ্রাসীরা কৃষি জমি ধ্বংসের চক্রান্ত করছে। কৃষকরা তাদের একবিন্দু রক্ত থাকতে এ গণবিরোধী তৎপরতা বরদাস্ত করবে না। সভা শেষে বিশ্বজিৎ মন্ডলকে আহবায়ক, সত্যজিৎ গাইন ও ভবসিন্ধু পাইককে যুগ্ম আহবায়ক এবং প্রলয় মজুমদারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বানীশান্তা কৃষিরক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়।