তেরখাদার আড়ফাঙ্গাশিয়া গ্রামে ডাকাতের গুলিতে নিহত-১

0
212

তেরখাদা প্রতিনিধি:
তেরখাদা উপজেলার সীমান্তবর্তী আড়ফাঙ্গাশিয়া গ্রামে গত ৬ ফেব্রæয়ারি রাত অনুমান ৩ টায় প্রাথমিক সহকারী শিক্ষক আব্দুল্লাহ কাজীর বাড়িতে ডাকাতিকালে তাদের চিৎকারে সাহায্যের জন্য ছুটে আসা পাশ্ববর্তী ছত্তার শেখের ছেলে জামাল শেখ (৩০) ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে অর্থাৎ রবিবার রাত অনুমান ৩টার দিকে উপজেলার আড়ফাঙ্গাশিয়া গ্রামের সহকারী শিক্ষক আব্দুল্লাহ কাজীর বাড়িতে মুখোশধারী ১২/১৩জন ডাকাত ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে প্রবেশ করে। ঘরের গ্রিল কাটা ও দরজা ভাংগার সময় আব্দুল্লাহ কাজীর স্ত্রী শাহানা সুলতানা মোবাইলে তাদের আত্মীয় জামালকে ফোন করে জানায়। কিন্তু ফোনকল শেষ না হতেই ডাকাতদল ঘরে ঢুকে আব্দুল্লাহ কাজী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বাধে এবং স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে উক্ত জামাল শেখ মোবাইলের সব কথা বুঝতে না পেরে দ্রæত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাড়ির আঙ্গিনায় দাড়িয়ে কথা বলতেই ডাকাতদল তার উপর গুলি বর্ষণ করে। এতে সে গুরুতর আহত হয়। তখন তাকে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনার সংবাদ পেয়ে সকালে স্থানীয় পুলিশ প্রশাসনসহ খুলনা জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ বিপিএম, সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সিআইডি, পিবিআই, ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ, বিপিএম জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। অতি সত্তর তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের কে চিহ্ণিত করে তাদের কে আইনের আওতায় আনা হবে। এঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। এদিকে তেরখাদায় দীর্ঘদিন পর এরকম ডাকাতির ঘটনা ঘটায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে। জনসাধারণ সমাজের লুকিয়ে থাকা এসব ডাকাতদেরকে ধরে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে যথাযথ শাস্তির জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।