কলকাতায় আবুল হায়াতের গিন্নি

0
703

১০ থেকে ১৭ নভেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০১৮’। উৎসবে অপ্রতিযোগিতা বিভাগে দেখানো হবে বাংলাদেশের অভিনেতা আবুল হায়াত অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিন্নী’, যার ইংরেজি নাম রাখা হয়েছে ‘বেটার হাফ’।
প্রায় ৩০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনায় রয়েছেন ভারতের সম্রাট দাস। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের কাইনেটিক নেটওয়ার্ক। এর আবহ সংগীত করেছেন কলকাতার অম্লান ও বব। স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হয়েছে কলকাতাতেই। কাইনেটিক নেটওয়ার্কের ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর জুয়েল মোর্শেদ বলেন, ‘এটি আমাদের ভিন্নধর্মী একটি প্রযোজনা। গল্পটি যে কাউকে আকৃষ্ট করবে।
দেখা যাবে, আবুল হায়াতের স্ত্রী মারা যায়। তার স্মৃতি নিয়েই বেঁচে আছে হায়াত। এর মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা।’ তিনি আরো বলেন, ‘এতে আবুল হায়াত মূলত এককভাবে অভিনয় করেছেন। তবে চরিত্রের প্রয়োজনেই মাঝেমধ্যে অল্প সময়ের জন্য দু-একটি চরিত্র সংযোজন হবে।’ তথ্য সূত্র: কালের কন্ঠো