করোনা মোকাবেলায় তালা থানা পুলিশের র‌্যালি ও মাস্ক বিতরণ

0
167
?

তালা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মাস্কপরাসহ করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধ করতে কোভিট ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাঠে নেমেছে সাতক্ষীরার তালা থানা পুলিশ। রবিবার (২১ মার্চ) সকাল ১০টায় তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে “মাস্ক পরার অভ্যাস ও কোভিড মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতামূলক একটি র‌্যালি বের করেন তালা থানা পুলিশ। র‌্যালিটি থানা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার থানায় গিয়ে শেষ হয়। এসময় র‌্যালি থেকে পুলিশের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। জরুরী কাজে বা বাইরে ঘোরাফেরার সময় মাস্ক না থাকলে জরিমানার হুশিয়ারী ও দেন তারা। এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের পুলিশিং বিটেও এ কর্মসূচি পালিত হয়েছে। তালা থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এস আই প্রিতীষ, এস আই পিযুষ কান্তি’সহ থানায় কর্মরত সকলে এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন। এসময় তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, বাংলাদেশে আবারো করোনা সংক্রমনের প্রভাব বিস্তার করছে এজন্য সকলকে সচেতন হওয়া দরকার। ব্যক্তিগত বা পারিবারিক কাজে কেউ বাইরে আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাক্স ছাড়া কাউকে জনসমাগম করতে দেখলেই জরিমানা করা হবে। কোথাও জনসমাগম করতে দেখলে থানা-পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।