করোনা : ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু

0
246

খুলনাটাইমস বিদেশ : করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় এখন সবার ওপরে ইতালি। ইউরোপের এ দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে নতুন করে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ইতালিতে চিকিৎসকের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। নিহত চিকিৎসকের মধ্যে তিনজন হলেন ক্রেমা হাসপাতালের সাবেক জেনারেল ম্যানেজার, আরেকজন ক্রেমনা হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন বেরগামোর চিকিৎসক। ইতালির গিম্বে হেলথ ফাউন্ডেশনের তথ্য মতে, দেশটিতে করোনায় আক্রান্তের স্বাস্থ্য কর্মীর সংখ্যা মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ। হাতে গ্লাভস না পরাসহ বেশ অসচেতনামূলক কাজের কারণে ইতালিতে করোনায় আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। ইতালির এ দুঃসময়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত করেছে সরকার। গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৩ হাজার ২৪৮ জন, আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন। সংক্রমণ শুরুর পায় দুই মাস পর গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রবেশ করে প্রাণঘাতী করোনা। এরপর মাত্র একমাসের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি।