ওজোপাডিকোর আয়োজনে বাইসাইকেল বিতরণ

0
250

খবর বিজ্ঞপ্তি: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) কর্তৃক পরিচালিত খুলনার শেখপাড়াস্থ ওজোপাডিকো হাই স্কুলের ১৯৯৯ তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর প্রাক্কালে বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন বিদ্যালয়ের সেরা ক্রীড়াবিদ ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার হিসেবে বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ আবু হাসান এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ। সেরা ক্রীড়াবিদ হিসেবে সাইকেল পুরস্কার গ্রহণ করেন অষ্টম শ্রেণির ছাত্র ইমন শেখ, তৃতীয় শ্রেণির ছাত্রী লাবন্য আক্তার ছোঁয়া ও প্রথম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার আনিকা।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, যে সুস্থ দেহ, সুস্থ মন গড়তে হলে ক্রীড়া ক্ষেত্র ছাড়া এর কোন বিকল্প নেই। তাই তিনি পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীদেরকে পরামর্শ দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে সফলতার মধ্য দিয়ে এবং সম্প্রতি অনুধর্ব ১৯ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে যে পরিচিতি লাভ করেছে তা আর অন্য কোন মাধ্যমে সম্ভব হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় ক্রীড়া ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, তারই হাত ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ বড় ধরণের সফলতা অর্জন করে চলেছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওজোপাডিকো’র সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীসহ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মন্ডলী, ১৯৯৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।