এখনও কিছু অনুপ্রবেশকারী দলের মধ্যে রয়েছে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে

0
264

খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেছেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে অধিকাংশ অনুপ্রবেশকারী ইতোমধ্যে গা ঢাকা দিয়েছে। এখনও কিছু অনুপ্রবেশকারী দলের মধ্যে রয়েছে, তাদের দিকে তীক্ষ্ণদৃষ্টি রাখতে হবে। নজর রাখতে হবে, ওরা যেন কোন ধরনের অঘটন না ঘটাতে পারে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল এবং দেশ এখন একটি সঠিক রুটে চলচ্ছে। এই রুটে থেকে দল এবং দেশকে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলায় রূপান্তর করতে হবে। তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই দলের ত্যাগী নেতাকর্মী। তারপরেও যদি কোন ব্যক্তি দলকে বিক্রি করে নিজের হীন স্বার্থ চরিতার্থ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ, নবায়ন, যাচাই বাছাই ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সি্িদ্দকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, সরদার আলমগীর হোসেন, এস এম আকিল উদ্দিন, হাফিজুর রহমান লিপু, মোর্শেদ আহমেদ রিপন, শেখ সিরাজুল ইসলাম, আকবর আলী, মো. রুহুল আমিন খান, শেখ আসাদুজ্জামান আসাদ, মোস্তাক আহমেদ টুটুল, মুন্সি হেকমত আলী, আলী আজাদ জিতু, মুন্সি শাহাদাৎ হোসেন, মঞ্জুয়ারা লাভলী, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, রবিউল ইসলাম বাবু, এ্যাড. রোজী, মো. শওকাত হোসেন, শেখ হাফিজ উদ্দিন, মো. শামসুল হুদা, এস এম মনির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে তিনি সদস্যদের নামের তালিকা যাচাই বাছাই করেন।