একটি সাঁকোই কি অবলম্বন চুনকুড়ি ও বাজুয়ার সেতু হিসেবে ?

0
480

দাকোপ প্রতিনিধি : খুলনা জলোর দাকোপ থানার ৮নং বাজুয়া ইউনয়িনরে দুইটি গ্রাম চুনকুড়ি ও পূর্ববাজুয়া গ্রামের মধ্য একটি মাত্র নদী বয়ে চলেছে। আর এই নদীর দুইপারের সাধারন জনগনের যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ কাজ করছে একটি বাঁশের সাঁকো। যা প্রতি দুই মাস, তিন মাস পরপরই মেরামত করার প্রয়োজন পড়ে। এলাকাবাসীরা বলেন এই সাঁকোটিই দাকোপের সবচেয়ে বড় সাঁকো। কিন্তু সঠিক সময়ে মেরামত না করার ফলে প্রায়ই সমস্যার মধ্য পড়তে হয় জনসাধারনের। তাছাড়া আরো অনেক কিছুর প্রয়োজনের জন্যও নদীর ওপারে যাওয়ার দরকার পড়ে মানুষের। পূর্ব বাজুয়ায় অবস্থিত পূর্ব বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়। যেখানে প্রতিদিনই ছাত্র,ছাত্রীরা লেখাপড়ার জন্য যাতায়াত করা আবশ্যিক হয়ে পড়ে ঝুঁকি থাকার সত্ত্বেও। মাঝে মাঝে এমনও দেখাগেছে যে ছাত্র ছত্রীরা সাঁকোর উপর থেকে নিচে পড়ে গেছে। নানার ক্ষমতাবান ব্যক্তিরা আসেন কিন্তু তেমন কোনো উচ্চ পদক্ষেপ গ্রহন করতে দেখা যায় না। এলাকাবাসীরা জানায় যে যদি এখানে সরকারী উদ্দ্যেগে একটি ব্রিজ দেওয়া হয় তাহলে সাধারন জনগন ঝুঁকি ছাড়াই নিজেদের প্রয়োজন মিটাতে পারবে ও উপকৃত হবে। এজন্য দাকোপ উপজেলার- উপজেলার ব্যক্তিবর্গ যাতে এলাকাবাসীদের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এলাকাবাসীর পাশে থাকে।